× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা ও হত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ শে সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শুরু হয়ে শিমুলতলা বাজারে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ এ-র সভাপতিত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আওয়াল কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খাঁন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু,আলিমুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা জেলা জিয়া পরিষদের কার্যনির্বাহী সদস্য খায়রুল বাশার (মিঠু), ঈশ্বরদী উপজেলা জাসাস সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা তাঁতীদল সাধারণ সম্পাদক নাফিস আহমেদ আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী,সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা,ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুজ্জামান রেন্টু ,সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওহিদুজ্জামান (ওহিদুল মেম্বার), বিএনপি নেতা, রিয়াজুল ইসলাম (জুয়েল) রবিউল ইসলাম (রবি) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

No comments