কলেজ পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা
শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা অন্বেষণ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ঈশ্বরদীতে কলেজ পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী সরকারী কলেজ প্রশাসন।
সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম রবিউল ইসলাম। ঈশ্বরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী শহীদ বুলবল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী সরকারী কলেজের উপাধ্যক্ষ হাফিজা খাতুন, সহকারী অধ্যাপক মুরারী মোহন দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন ও এসব প্রযুক্তির ব্যবহার দর্শনার্থীদের মাঝে তুলে ধরেন। প্রথমবারের মতো এমন আয়োজনের জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে দর্শনার্থীরা। অন্যদিকে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিকে প্রদর্শন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
No comments