সকাল প্রি-ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ভবন উদ্বোধন
ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজন। ২০২৪ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুন বহুতল ভবনের উদ্বোধন মিলিয়ে দিনটি ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। তিনি ফিতা কেটে বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের পরিচালক মহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালকের পিতা বাছের আলী প্রামাণিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী ওসি শহিদুল ইসলাম শহীদ, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সহসভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, নির্বাহী সদস্য খোন্দকার মাহবুবুল হক দুদু, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এবং সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মাহমুদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান, নতুন ভবনের সুফল এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
No comments