× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্না অধিকারীর সভাপতিত্বে এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিচালক গোপাল অধিকারী। তিনি বলেন, আজকের এই বিদায়’ই সবকিছুর শেষ নয়। এটি একটি নতুন যাত্রার শুরু। জীবনের পথে চলতে গিয়ে হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু মনে রেখো—আত্মবিশ্বাস, পরিশ্রম, এবং সততা তোমাদের সর্বদা পথ দেখাবে। আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে, যদি তোমরা জীবনে সাফল্য অর্জন করো এবং মানবতার জন্য কাজ করো । তোমরা যেন যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সঠিক পথে রাখো, এটাই আমার আশা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষক হাচনা জাহান, আন্জুমানআরা আন্না, সন্তোষ দাস, আরজু মনোয়ারা, মেহজাবিন মেঘলা, খাদিজাতুল কোবরা, শাবনাজ শারমিন, বিথি খাতুন অভিভাবক সদস্য আসমাউল হুসনা, শামিমা সুলতানা, শারমিন আক্তার, ফারজানা খাতুন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ফারহানা দেওয়ান, জারিন তাসনিম, রাইয়ান আবরার, আবির খান, মুকাদ্দিস হাসান, তাহসিন ইসলাম ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাহুল কর্মকার। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক জাকির হোসেন।

No comments