× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের নব-নির্বাচিত কমিটির দ্lয়িত্ব গ্রহণ

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দ্বায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পরিষদের নিজস্ব কার্যালয়ে এই দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরণ, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটন, সহ- সাহিত্য সম্পাদক ডাঃ অলোক মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম বকুল, পাঠাগার সম্পাদক সবিরুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ক্রীড়া সম্পাদক একরামুল হক রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পরিতোষ কুমার পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, শ্রী যুধিষ্ঠীর কর্মকার, আদুবালা শীল ও আশিকুর রহমান লুলু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সদস্য এ্যাড. মনোয়ার হোসেন স্বপন, এ্যাড. রেবাউল ইসলাম । উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সকল সদস্যদের সরব উপস্থিতিতে উৎসব মূখর আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

No comments