ঢাকাThursday , 23 October 2025
  • অন্যান্য

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

a8ig7
October 23, 2025 1:14 pm
Link Copied!

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। যেখানে বলা হয়েছে নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত খসড়ায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। এই তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দেওয়ার জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, নির্বাচনী জোট থাকলেও প্রার্থীরা অবশ্যই নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণ করবেন। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কিত বিধান বাতিল করা হয়েছে এবং বিভিন্ন মামলায় পলাতক থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থীদের অবশ্যই অ্যাফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তি প্রকাশ করতে হবে।

এছাড়া নির্বাচনী জামানা ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে। জেলা নির্বাচনী কার্যালয় যথাযথ নির্বাচনী কর্মকর্তা দ্বারা নির্ধারিত হবে। সংশোধিত খসড়ায় ভোটারদের ‘না’ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে এবং কোনো সংসদীয় আসনে নির্বাচনী অনিয়ম ধরা পড়লে পুরো আসনের ভোট স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংশোধিত আরপিওর বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, এই খসড়া অনুমোদনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।